Search
Close this search box.

শুক্রবার- ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামকে ভারতের অংশ করার অপপ্রচারের নিন্দা জানিয়েছে জামায়াত

চট্টগ্রামকে ভারতের অংশ করার অপপ্রচার
বাংলাদেশ জামায়াতে ইসলামী

ভারতীয় ইউটিউব চ্যানেল রিপাবলিক টিভির এক উপস্থাপক চট্টগ্রামকে ভারতের অংশ করার বিষয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ অপপ্রচারকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

ভারতীয় উপস্থাপকের বিতর্কিত বক্তব্য

উপস্থাপক দাবি করেছেন, চট্টগ্রাম ১৯৪৭ সালে ভারতের হাতছাড়া হয়েছিল এবং কৌশলগতভাবে চট্টগ্রাম পুনরায় ভারতের অধীনে এলে বঙ্গোপসাগরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে, যা কোনো পরাশক্তি ঠেকাতে পারবে না। এ বক্তব্যকে গোলাম পরওয়ার সম্পূর্ণ উস্কানিমূলক এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে চিহ্নিত করেছেন।

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ

এছাড়াও, উপস্থাপক আরো একটি ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন যে, বাংলাদেশের সেনাবাহিনী নাকি চট্টগ্রামের হিন্দুদের ঘরে ঢুকে নির্যাতন চালাচ্ছে। মিয়া গোলাম পরওয়ার এসব মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র।

সরকারের প্রতি আহ্বান

তিনি ভারতীয় ইউটিউব চ্যানেলের এই ধরনের অপপ্রচার বন্ধ করতে আহ্বান জানান এবং এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। একই সঙ্গে ভারতীয় সরকারকেও এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়।

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়