Search
Close this search box.

সোমবার- ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব

স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব

বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন নির্দেশিকা জারি করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে হাইকোর্টে তলব করা হয়েছে। আদালত আগামী ১৮ মার্চ তার উপস্থিতি নিশ্চিত করতে বলেছেন।

গত ২ মার্চ ‘গুরুত্বপূর্ণ বা বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ক প্ররক্ষা নির্দেশিকা-২০২৫’ জারি করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির হাইকোর্টে অভিযোগ করেন, এই নির্দেশিকায় প্রধান বিচারপতির পদমর্যাদাক্রম লঙ্ঘন করা হয়েছে। এতে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়।

হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ বিষয়টি নিয়ে শুনানি করেন। এরপর আদালত নির্দেশিকাটির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন এবং স্বরাষ্ট্র সচিবকে ব্যাখ্যা দিতে ১৮ মার্চ হাজির হওয়ার নির্দেশ দেন।

রাষ্ট্রের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে, আইনজীবী শিশির মনির ও সাদ্দাম হোসেন আবেদনকারীর পক্ষে শুনানি করেন।

হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছেন যে, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এই বিষয়ে পরবর্তী শুনানি ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়