Search
Close this search box.

বৃহস্পতিবার- ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এই স্বাধীনতা অনেকের পছন্দ নয়: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

এই স্বাধীনতা অনেকের পছন্দ নয়
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার (৪ ডিসেম্বর) বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “জাতীয় সংকট মোকাবিলায় সবাইকে একত্রে কাজ করতে হবে। একজোট হয়ে কাজ করলে একটি সমবেত শক্তি তৈরি হয়। এই শক্তিই আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষা করতে সাহায্য করবে।” তিনি আরও বলেন, “আমাদের স্বাধীনতা অর্জন সহজ ছিল না। এটি অনেকের পছন্দ নয় এবং বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের অর্জন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

ড. ইউনূস উল্লেখ করেন, “আমাদের দেশ এখন এক ভিন্ন রূপে বিশ্ববাসীর সামনে উপস্থিত। কিন্তু কিছু শক্তি আগের অবস্থানে ফিরে যেতে চায়। তারা সরাসরি এটা না বললেও তাদের কার্যক্রমে এটি স্পষ্ট।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক মিডিয়া বিভিন্ন কল্পকাহিনী তৈরি করছে। তাদের বলেছি বাংলাদেশে এসে বাস্তবতা দেখার জন্য। কিন্তু তারা দূর থেকেই ভিন্ন ধারণা প্রচার করছে। আমাদের সম্মিলিতভাবে এগুলো মিথ্যা প্রমাণ করতে হবে।”

বৈঠকে ড. ইউনূস বলেন, “আমাদের পূজা উদযাপনের সময় সব সম্প্রদায় একত্রে কাজ করেছে, যা অনেকের পছন্দ হয়নি। এ ধরনের ঐক্য আমাদের সব পরিস্থিতিতে রক্ষা করতে হবে। আমাদের স্বার্থে জাতীয় ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের অর্জিত স্বাধীনতাকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্র চলছে। এই সংকট মোকাবিলায় দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। এটি কেবল একটি রাজনৈতিক বা মতাদর্শিক বিষয় নয়; এটি জাতীয় অস্তিত্বের বিষয়।”

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়