বুধবার- ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকার রাস্তায় বসছে রিমোট কন্ট্রোল ট্রাফিক সিগন্যাল বাতি

ঢাকার রাস্তার মোড়ে অকোজো হয়ে থাকা ট্রাফিক সিগন্যাল বাতিগুলো সক্রিয় করতে উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ, যা আগে শত কোটি টাকা খরচ করেও কার্যকর করা যায়নি।

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। বুয়েটের সহায়তায় মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রিমোট কন্ট্রোল ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর পরিকল্পনা হাতে নিয়েছে। ২৯টি পয়েন্টে এ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই সিগন্যাল বাতি সমূহ স্থাপন করা হবে।

প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে ঢাকার দুই সিটি করপোরেশনের চারটি গুরুত্বপূর্ণ মোড়ে রিমোট কন্ট্রোল সিগন্যাল বাতি বসানো হবে। পরীক্ষামূলক চলার পর সফলতা প্রমাণিত হলে আরও ২৫টি পয়েন্টে এগুলো স্থাপন করা হবে। এই চারটি পয়েন্টের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের মোড় ও বাংলামোটর মোড় এবং উত্তর সিটি করপোরেশনের কারওয়ান বাজার ও ফার্মগেট মোড়।

ট্রাফিক বিভাগের তথ্যানুসারে, ঢাকার প্রায় ১১০টি পয়েন্টে স্থাপিত সিগন্যাল বাতিগুলো বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে। সেগুলোর কার্যক্রম সচল না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হাতের ইশারাই ভরসা। তবে, এই নতুন সিগন্যাল বাতি চালু হলে, ট্রাফিক ব্যবস্থাপনায় এক নতুন ধারা চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।

সিগন্যাল বাতির প্রযুক্তি ও ব্যয়:

পুরো সিস্টেমটি তৈরি করছে বুয়েটের গবেষক দল। প্রতিটি ট্রাফিক সিগন্যাল বাতি বসাতে সাড়ে ১০ লাখ টাকা খরচ হবে এবং রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ব্যয় ধরা হয়েছে দেড় লাখ টাকা। প্রতিটি সিগন্যালের সঙ্গে থাকবে রিমোট কন্ট্রোল ও কাউন্টার যা ব্যবস্থাপনাকে আরও সহজ করবে।

উন্নত ট্রাফিক ব্যবস্থার আশ্বাস:
এই প্রকল্প টি চালু হলে রাজধানীর যানজট সমস্যা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রিমোট প্রযুক্তির ব্যবহার শহরের যানবাহন নিয়ন্ত্রণে আরও কার্যকরী ভূমিকা রাখবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়