Search
Close this search box.

বৃহস্পতিবার- ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশকে শোষণ নয়, বন্ধুত্বের আহ্বান: বিএনপির লং মার্চের বার্তা

বিএনপি লং মার্চ
ছবিঃ সংগৃহীত

বিএনপির উদ্যোগে আয়োজিত ‘ঢাকা টু আগরতলা লং মার্চ’ শেষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে শেষ হওয়া এই কর্মসূচি থেকে ভারতের প্রতি বন্ধুত্বের আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়।

আগরতলা সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং সীমান্তে নানা অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে বিএনপির তিন অঙ্গসংগঠন — যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এই লং মার্চের আয়োজন করে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আখাউড়ায় এসে জড়ো হন। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এস জিলানী। প্রধান অতিথি ছিলেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পতাকা অবমাননা হলে কঠোর জবাব দেওয়া হবে।

যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ভারত আমাদের বন্ধু হতে পারেনি। তিস্তার পানি দিতে ব্যর্থ হলেও ফেনী নদী থেকে পানি নিয়ে গেছে।

মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশ স্বাধীনচেতা জাতি। আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই, প্রভু নয়।

লং মার্চ উপলক্ষে সীমান্ত এলাকায় ছিল কড়া নিরাপত্তা। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বন্দর এলাকায় সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয়নি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়