বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে সচিবালয়ে বৈঠক

bangladesh-italy-cooperation-disaster-management
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ (সোমবার) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা ফারুক ই আজম দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন খাতে ইতালির সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান। তিনি ভূমিকম্প মোকাবিলায় ইতালির অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ইতালিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।

আলোচনায় উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করে। পাশাপাশি বাংলাদেশ-ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে একমত হন।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ইতালির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফেদেরিকো জামপার্চলি এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়