বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিন্ন সময়ে তোলা ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: প্রধান উপদেষ্টার কার্যালয়

bangladesher-protibidol-walkout-un-speech
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা সভাকক্ষে ছিলেনসামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে একটি ছবিকে কেন্দ্র করে।

তবে শনিবার প্রধান উপদেষ্টার (সিএ) প্রেস উইং ‘ফ্যাক্টস’ পরিষ্কারভাবে জানায়, এই দাবি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। তারা ব্যাখ্যা করে জানায়, প্রধান উপদেষ্টার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ছবিটি আসলে অধ্যাপক ইউনূসের বক্তব্য শুরুর ঠিক আগে তোলা হয়েছিল। ছবির ক্যাপশনে স্পষ্টভাবে লেখা ছিল—“প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার জন্য অপেক্ষমাণ।” অথচ সেই একই ছবি ব্যবহার করে ভুলভাবে প্রচার করা হয় যে, বাংলাদেশের প্রতিনিধিদল নাকি ওয়াকআউট না করে সভায় বসেছিল।

বাস্তবে, নেতানিয়াহু মঞ্চে ওঠার পরপরই যুক্তরাষ্ট্রসহ বহু দেশের শতাধিক প্রতিনিধি গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেন। বাংলাদেশের প্রতিনিধিদলও সেই সময় সভাকক্ষ থেকে বেরিয়ে যায়।

বার্তা সংস্থা এএফপি ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিতে স্পষ্ট দেখা গেছেনেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশের আসন খালি ছিল। দেশীয় বেসরকারি গণমাধ্যমগুলোও বিষয়টি নিশ্চিত করেছে।

সব মিলিয়ে, প্রমাণিত হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিটি ভিন্ন সময়ে তোলা এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়