
কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ভীতিপ্রদর্শক বা সমাজে আতঙ্ক সৃষ্টি করা ব্যক্তি বিএনপির সদস্য হতে পারবেন না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শনিবার (১১ অক্টোবর) গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী আহমেদ বলেন, “যারা সন্ত্রাসী, চাঁদাবাজ বা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে— তারা বিএনপির সদস্য হতে পারবে না। বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল; গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, ধানের শীষ বিএনপির নির্বাচনী প্রতীক হিসেবে ৪৭ বছর ধরে ব্যবহৃত হচ্ছে। এখন শাপলা না দিলে প্রতীক দেওয়া যাবে না— এমন অযৌক্তিক দাবি তুলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এতে দলের ঐক্যের মনোভাব ক্ষুণ্ণ হচ্ছে, আর পরাজিত শক্তিগুলো এর সুযোগ নিচ্ছে।
সরকারের কঠোর সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ বছর ধরে বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলার মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন।
তিনি অন্তর্বর্তী সরকারের কাছে সন্ত্রাস দমন আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ সব কালা আইন বাতিলের দাবি জানান।
এর আগে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুন ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজবাড়ী মাঠে সমবেত হন বিএনপি নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি রুহুল কবির রিজভী বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে প্রাথমিক সদস্য ফরম তুলে দেন।