
সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন কর্মকর্তা সম্মেলনে তিনি কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচন কমিশনের সব নির্দেশনা আইন মেনেই দেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মকর্তাদের কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
সিইসি বলেন, নির্বাচন কমিশন কারও পক্ষ নেবে না এবং কাউকে ফেভার করতেও কোনো নির্দেশনা দেবে না। সব নির্দেশনা দেওয়া হবে আইন ও বিধি মোতাবেক, যাতে কর্মকর্তারা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। তিনি মনে করিয়ে দেন, কর্মকর্তারা শপথ নিয়েছেন নিরপেক্ষভাবে কাজ করার জন্য, তাই সেই অঙ্গীকার রক্ষা করতে হবে।
নাসির উদ্দিন আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিয়ে বারবার সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখেই তিনি এ ঘোষণা দিয়েছেন। তাই সবার সহযোগিতায় ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি।