
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন—ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়েই শুরু হবে জাতির নতুন যাত্রা, যেখানে বিভাজনের কোনো স্থান নেই, থাকবে কেবল ঐক্যমত ও মহোৎসবের পরিবেশ।
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহোৎসব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান দেশকে নতুনভাবে গড়ার সুযোগ এনে দিয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, তা কেবল ভোট নয়, বরং জাতির নবজন্মের সূচনা। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই মহোৎসবের মধ্য দিয়েই স্বৈরাচারী রাজনীতির অবসান ঘটবে এবং নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে।
ইউনূস বলেন, কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমতের অগ্রগতি অর্জিত হয়েছে, তা শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সতর্ক করে দেন, বিভাজনের কোনো স্থান নেই, বরং ঐক্যমতের মাধ্যমেই নির্বাচনের সাফল্য আসবে।
সূত্রঃ বাসস