শুক্রবার- ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চুক্তিভিত্তিক নিয়োগের এক মাস পরেই বদলি মোখলেস উর রহমান

jonoproshashon-sochib-poriborton
ছবি সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. রুহুল আমীন, যিনি আগে পরিকল্পনা কমিশনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২৮ আগস্ট মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ে একাধিক রদবদল হয়েছে। এর ধারাবাহিকতায় এবার পরিকল্পনা কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হলো।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়