
জুলাই জাতীয় সনদ, ২০২৫ বাস্তবায়নের পথে এগোচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। ড. আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামত সমন্বয় করে কমিশন সরকারকে চূড়ান্ত পরামর্শ দেবে এবং নির্ধারিত সময়ে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের প্রক্রিয়া সুগম হবে।
জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ, ২০২৫ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, কমিশন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত সমন্বয় করে আগামী দু-এক দিনের মধ্যে সরকারকে পরামর্শ দেবে।
তিনি জানান, কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগে, অর্থাৎ ১৫ অক্টোবরের মধ্যে সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া ১৮–১৯ অক্টোবরের মধ্যে সনদ প্রণয়নের পুরো প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর জমাকৃত দলিলসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।
ড. রীয়াজ বলেন, কমিশন গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের প্রক্রিয়া সুগম করতে চায়। রাজনৈতিক দল ও বিশেষজ্ঞরা ইতোমধ্যেই এ বিষয়ে মত দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, স্বাধীন ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত হবে।