
গত ২৪ ঘণ্টায় সারা দেশে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১২৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযোগে আরও ৫৫৩ জনকে আটক করা হয়।
অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, একটি ম্যাগাজিন, ৯৩টি এয়ার পিস্তলের গুলি, একটি টিপ চাকু, একটি বার্মিজ চাকু এবং সাত রাউন্ড গুলি।
পুলিশ সদর দফতর জানিয়েছে, বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি পড়েছেন : ২৯