শুক্রবার- ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষক আন্দোলন: ‘লং মার্চ’ স্থগিত, শহীদ মিনারে অবস্থান ও আমরণ অনশন

shikkhok-andolon-2025-shahid-minar
ছবি সংগৃহীত

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর নেতৃত্বে শিক্ষক নেতারা বৃহস্পতিবার বিকেলে শহীদ মিনারে অবস্থান নেন এবং মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও তিন দফা দাবির বাস্তবায়ন না হওয়ায় আমরণ অনশন শুরু করার ঘোষণা দেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ বিকেলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করে শহীদ মিনারে অবস্থান ও আমরণ অনশন ঘোষণা করেছেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার তাদের তিন দফা দাবি—মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম ৩ হাজার টাকা), পরবর্তী বাজেটে আরও ১০ শতাংশ বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধা—মানা না পর্যন্ত আন্দোলন চলবে।

দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে শিক্ষক প্রতিনিধিদল তাদের প্রস্তাব উপস্থাপন করেন। তবে, তারা অভিযোগ করেছেন উপদেষ্টা প্রহসনমূলক আচরণ করেছেন এবং প্রস্তাব গ্রহণ করেননি।

শিক্ষক নেতারা ঘোষণা করেছেন, যতদিন দাবি পূরণ হবে না, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। অধ্যক্ষ দেলোয়ার হোসাইন আজিজী বলেন, “যে রাষ্ট্র ৬ লাখ শিক্ষক-কর্মচারীর ডাল-ভাতের ব্যবস্থা করতে পারে না, তার উচিত শিক্ষাব্যবস্থাকে বন্ধ করে দেওয়া।” শিক্ষকরা প্রস্তাবিত ৫ শতাংশ বাড়িভাড়া মানতে নারাজ।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়