Search
Close this search box.

বুধবার- ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইঁদুর ধরতে সংসদ ভবনে বিড়াল মোতায়েন!

পাকিস্তানে ইঁদুরের খপ্পরে দেশটির পার্লামেন্ট ভবন
ইঁদুর ধরতে সংসদ ভবনে বিড়াল মোতায়েন!

পাকিস্তানে ইঁদুরের খপ্পরে দেশটির পার্লামেন্ট ভবন। প্রাণিটির উপদ্রবের কারণে নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র। আর তাই সংসদে ইঁদুর নিধনে শিকারি বিড়াল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

আর এই প্রকল্পের জন্য ১২ লাখ রুপি বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিডিএ। গতকাল সোমবার সিডিএ এর বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার এই প্রকল্পটি অনুমোদিত হয়েছে। ইঁদুর শিকার এবং ভক্ষণে দক্ষ বিড়াল মোতায়েনের পাশাপাশি পার্লামেন্টের বিভিন্ন স্থানে বিশেষ ইঁদুরের ফাঁদও পেতে রাখা হবে।

দীর্ঘদিন ধরে ইঁদুরের উপদ্রুপে ভুগছে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং উচ্চকক্ষ সিনেট ভবন। দেশটির অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ইঁদুরের কারণে ধ্বংস হয়েছে বলেও জানা গেছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়