Search
Close this search box.

বুধবার- ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ৪৪ পুলিশ সদস্যের তালিকা প্রকাশ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্য
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ৪৪ পুলিশ সদস্যের তালিকা প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকার ও পুলিশ সদর দপ্তর থেকে আজ শুক্রবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানের সময় সহিংসতায় নিহত ৪৪ জন পুলিশ সদস্যের বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় নিহতদের নাম, পদের নাম, তাদের মৃত্যুর তারিখ এবং কোন ইউনিটে কর্মরত ছিলেন তা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু মিডিয়া এবং ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এ সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। গণঅভ্যুত্থানে কতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির জন্য মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। প্রকৃত ঘটনা তুলে ধরতেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় জানানো হয়েছে, “আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করছি যে, জুলাই-আগস্টের সময় গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সঠিক সংখ্যা ৪৪ জন। যে কোনো ভুল তথ্যের বিরুদ্ধে প্রমাণাদি সরবরাহ করতে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি।”

দর্শক২৪ সারাদেশের সকল খবর

নিহতদের মধ্যে রয়েছেন ৩ জন পুলিশ পরিদর্শক, ১১ জন উপপরিদর্শক (এসআই), ৭ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ১ জন এটিএসআই, ১ জন নায়েক, এবং ২১ জন কনস্টেবল। উল্লেখযোগ্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মো. আবদুর রাজ্জাক, রাশেদুল ইসলাম ও মো. মাসুদ পারভেজ ভূইয়া, যারা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এসআইদের মধ্যে রয়েছেন সুজন চন্দ্র দে, খগেন্দ্র চন্দ্র সরকার, রেজাউল করিম, মামুনুর রশিদ সরকার, তহছেনুজ্জামান, এবং আরও অনেকে। নিহত এএসআইদের মধ্যে রয়েছেন সঞ্জয় কুমার দাস, ফিরোজ হোসেন, সোহেল রানা, ওবায়দুর রহমান এবং রাজু আহমেদ। এদের পাশাপাশি কনস্টেবলদের তালিকায় রয়েছেন মো. আবদুল মজিদ, মো. মাহফুজুর রহমান, মো. শাহিদুল আলম, মো. আবদুল হাসনাত রনি, মীর মোনতাজ আলী, এবং আরও অনেক।
নিহত পুলিশ সদস্যদের বেশির ভাগই ঢাকার বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। সবচেয়ে বেশি, ১৪ জন পুলিশ সদস্য, নিহত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধীনে। এছাড়াও, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ১৫ জন এবং নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও গাজীপুরসহ বিভিন্ন জেলার আরও ১৬ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নিহত ২৫ জন পুলিশ সদস্য থানার ভেতরে বা থানার সামনে অবস্থান করাকালীন সময়ে সহিংসতার শিকার হয়েছেন। পুলিশ সদর দপ্তর অত্যন্ত সতর্কতার সাথে নিহত ও আহত পুলিশ সদস্যদের তথ্য সংরক্ষণ করে থাকে এবং যে কোনো ভ্রান্ত তথ্যের প্রতিকারের জন্য প্রমাণ প্রদানের আহ্বান জানানো হয়েছে।

পুলিশ সদর দফতর থেকে প্রকাশিত নিহত পুলিশ সদস্যদের তালিকা :

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্য
পুলিশ সদর দফতর থেকে প্রকাশিত নিহত পুলিশ সদস্যদের তালিকা – ১
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্য
পুলিশ সদর দফতর থেকে প্রকাশিত নিহত পুলিশ সদস্যদের তালিকা – ২

বাংলাদেশ পুলিশ

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়