রবিবার- ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

মানুষের সেবায় নিয়োজিত থাকতে চায় জামায়াত: সৈয়দ জয়নুল আবেদীন

কদমতলীতে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহণ করছেন রোগীরা"
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কদমতলী পশ্চিম থানা কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৫২ নং ওয়ার্ডের মুরাদপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কার্যক্রমে শত শত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। মূলত অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এই ক্যাম্পে মেডিসিন, চর্মরোগ, গাইনী এবং চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে প্রায় ২০০ রোগীকে চিকিৎসা প্রদান করেন। পাশাপাশি, দুই শতাধিক মানুষের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এতে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমির কবিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেন, “মানবসেবা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত কাজ। আমাদের সমাজে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আসল দায়িত্ব। এই ধরনের কার্যক্রম আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।”

সভাপতি কবিরুল ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেন যে সমাজ ও মানবিক কর্মকাণ্ডে জামায়াতকে এগিয়ে নিতে পরিবেশ তৈরি করা জরুরি। এজন্য জনগণের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

এছাড়াও উপস্থিত ছিলেন ৫২ নং মধ্য ওয়ার্ড সভাপতি আব্দুল হান্নান, পশ্চিম ওয়ার্ড সভাপতি মাওলানা হাসান উল্লাহ, দক্ষিণ ওয়ার্ড সভাপতি মনিরুজ্জামান, থানা যুব বিভাগের পরিচালক মো. আবদুর রহমান, ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কাজী মাইন উদ্দিন সহ ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল মাসুদ রানা, জামাল উদ্দিন, হারুনুর রশীদ, জয়নাল আবেদীন, নুরুল আলম, তোফাজ্জল হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প শুধু সাময়িক চিকিৎসা সেবা নয়, বরং মানবিক সহমর্মিতার প্রতীক। নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে সমাজে স্বাস্থ্যসেবার অভাব অনেকাংশে পূরণ হবে। পাশাপাশি, জনগণের আস্থা ও অংশগ্রহণও বাড়বে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়