বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দল ও জোটের জরুরি বৈঠক

jatio-oikomotty-boithok-rajnoitik-dal
ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে অংশ নিতে দলের প্রতিনিধিরা নির্ধারিত সময়ে নাম জমা দেবেন। শুধুমাত্র সময়মতো নাম পাঠানো প্রতিনিধিরাই বৈঠকে অংশ নিতে পারবেন।

আজ (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জরুরি বৈঠক করতে যাচ্ছে। বৈঠকে অংশগ্রহণের জন্য প্রতিটি দলের দুজন প্রতিনিধি নির্বাচিত করা হবে। কমিশন চিঠিতে জানিয়েছে, বিকেল ৪টার মধ্যে দলের প্রতিনিধিদের নাম জমা দিতে হবে, শুধুমাত্র সময়মতো নাম পাঠানো প্রতিনিধিরাই বৈঠকে অংশ নেবেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ স্বাক্ষরিত চিঠিতে বৈঠকের গুরুত্ব ও প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে। বৈঠকের মূল উদ্দেশ্য রাজনৈতিক সংলাপ ও সমন্বয় সাধন করা। এতে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং কমিশনের সদস্যরা অংশ নিয়ে বর্তমান প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

এ বৈঠককে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি ও অংশগ্রহণের বিষয়ে নজর রাখা হচ্ছে। বিকেল ৪টার মধ্যে নাম জমা দেওয়ার নির্দেশনা মেনে দলগুলো তাদের প্রতিনিধি চূড়ান্ত করবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়