শুক্রবার- ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আমলাতন্ত্র চলবে না ডিসি অফিস ঘেরাও করতে প্রস্তুত: মির্জা ফখরুল

mirza-fakhrul-votadhikar-bolchen
সংগৃহীত ছবি

সার সংকট আর কৃষকদের দাবি মেনে না নিলে ডিসি অফিস ঘেরাও করবেন এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  আর আমলাতন্ত্র চলবে না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়েনের দানারহাট ঈদগাহ মাঠে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর আন্দোলন নিয়ে মির্জা ফখরুল বলেছেন, “পিআর বাদ দিয়ে আসুন, নির্বাচন করে দেশ গড়ি। জনগণ নির্বাচন দিতে চায় এবং জনপ্রতিনিধি পেতে চায়। পার্লামেন্টে গিয়ে পিআর নিয়ে তর্ক-বিতর্ক হবে।”

তিনি অভিযোগ করেন, “হাসিনা ক্ষমতায় থাকতে গুলি করে হত্যা করেছে। আওয়ামী লীগের আমলে তিনটি নির্বাচন হয়েছে, কিন্তু ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। আমরা ১৫ বছর ধরে ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করেছি। ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যা গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ দেবে।”

শিক্ষকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, “শিক্ষকরা আন্দোলন করছেন। আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে। আগামী নির্বাচনে ভোট চেয়ে সঙ্গে থাকারও অনুরোধ জানাই।”

এ সময় বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়