শুক্রবার- ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুই কারণ দেখিয়ে জুলাই সনদ থেকে সরে দাঁড়াল এনসিপি

ncp-boycott-july-sanad-for-two-reasons
ছবি সংগৃহীত

জুলাই জাতীয় সনদে সাক্ষর আগামীকাল ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি তার ঠিক এক দিন আগেই বোমা ফাটাল। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে, শুক্রবার আসন্ন এই অনুষ্ঠানে তারা অংশ নেবে না।

জুলাই গণঅভ্যূত্থানের মুখ্য শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টির আঁতুড়ঘর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই এনসিপি এবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে।

বেশ কিছুদিন ধরেই এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হলো। এখন এনসিপির স্বাক্ষর ছাড়া জুলাই জাতীয় সনদ অনুষ্ঠান আয়োজন নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, কোন কারণে এই অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি। তিনি জানিয়েছেন মূলত ২টি কারণ। প্রথমত, এই সনদের আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না; দ্বিতীয়ত, এই সনদপত্রের মূল টেক্সটও দেখানো হয়নি তাদের। যার কারণে এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘শুরু থেকেই আমরা ঐকমত্য কমিশনে অংশ নিয়েছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি জানিয়ে আসছি। কিন্তু সনদে সইয়ের প্রক্রিয়া শুরু হলেও এখনো আইনি ভিত্তি দেওয়া হয়নি, এমনকি সনদের মূল টেক্সটও আমাদের দেখানো হয়নি। তাই আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সই করব না।

প্রতারণামূলক প্রক্রিয়া বলেও আখ্যা দিয়েছেন এই অনুষ্ঠানকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এনসিপি সনদ প্রণয়নে স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেখতে চায়। সেই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দল কোনো প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশ নেবে না।”

বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যদি জাতির মধ্যে অস্পষ্টতা থেকে যায়, তাহলে সনদ স্বাক্ষরের মাধ্যমে প্রত্যাশিত অর্জন সম্ভব হবে না। তাই আমরা এখনো সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে চিন্তাভাবনা করছি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়