বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের সুপার ফোর সমীকরণ: জয় চাই, সঙ্গে রানরেটের হিসাবও

bangladesh-vs-afghanistan-asia-cup-super-four
ছবি সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরে টিকে থাকার লড়াইয়ে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শ্রীলংকার কাছে হেরে কঠিন সমীকরণে পড়া টাইগারদের সামনে ম্যাচটি এখন অঘোষিত ফাইনালের মতো।

জয় পেলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪। এরপর অপেক্ষা করতে হবে আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফলাফলের জন্য। আফগানিস্তান শ্রীলংকার কাছে হারলে সরাসরি সুপার ফোরে উঠবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতে গেলে নেট রানরেট হবে মূল নির্ধারক। সেক্ষেত্রে আফগানদের বিপক্ষে বাংলাদেশ কত বড় ব্যবধানে জিততে পারে, সেটিই হবে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, আফগানিস্তান যদি শ্রীলংকাকে হারিয়ে দেয় আর হংকং শ্রীলংকাকে হারায়, তাহলেও বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে। তবে এই সমীকরণের সম্ভাবনা অনেকটাই কম। তাই আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়