বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বিতর্ক, বিসিবি নির্বাচন স্থগিতের দাবি ক্লাবগুলোর

bcb-nirbachon-sankot-club-sangothok-smaroklipi

ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বিসিবি নির্বাচন বিতর্কিত হওয়ার অভিযোগ তুলেছে ঢাকার ক্রিকেট ক্লাব সংগঠকরা। তারা নির্বাচন স্থগিত ও পুনঃতফসিলের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পাঠিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে শেষ মুহূর্তেও থামছে না বিতর্ক। সোমবার (৬ অক্টোবর) ভোটগ্রহণের কথা থাকলেও নির্বাচন পেছানো ও পুনঃতফসিলসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পাঠিয়েছে ঢাকার ৪৮টি ক্রিকেট ক্লাবের সংগঠকরা। রোববার (৫ অক্টোবর) বিসিবির কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত ওই চিঠিতে ক্লাবগুলো বর্তমান নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নতুন তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে।

সংগঠকরা অভিযোগ করেছেন, কাউন্সিলর তালিকা প্রণয়ন ও মনোনয়ন বাতিলের ঘটনায় ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়েছে। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাদের। এর আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকটি ক্লাব মনোনয়ন প্রত্যাহার করে নেয়। ক্লাব সংগঠকরা জানান, সমাধান না হলে আসন্ন টুর্নামেন্টগুলো থেকেও নিজেদের প্রত্যাহার বিবেচনা করছে তারা।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়