
অধিনায়ক মিচেল মার্শের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অজিরা ৩ উইকেটে জয় নিশ্চিত করেছে।
সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ী হয়েছিল অস্ট্রেলিয়া, দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এভাবে কিউইদের বিপক্ষে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করল অস্ট্রেলিয়া।
মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে। ওপেনার টিম সেইফার্ট ৪৮ রানে ফেরেন। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ২৬ এবং জেমস নিশাম ২৫ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে সিন অ্যাবট ৩টি এবং জশ হ্যাজেলউড ও জাভিয়ার বার্টলেট ২টি করে উইকেট নেন।
জবাবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে একাই ঝড় তুলেন মার্শ। ১৮তম ওভারের প্রথম বলে ৫০ বল খেলে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অপরাজিত ৫২ বলের ইনিংসে ৮ চার ও ৭ ছক্কায় ১০৩ রান করেন মার্শ। এই ইনিংসে তিনি অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটার হিসেবে রান তাড়ায় শতক হাঁকানোর এবং টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা সম্পন্ন করার রেকর্ড গড়েন।
মার্শের শক্তিশালী ব্যাটিংয়ের উপর ভর করে অস্ট্রেলিয়া ২ ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে সিরিজ জয় তুলে নেয়।