বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিলিয়ান এমবাপ্পের দুই পেনাল্টি: রিয়াল মাদ্রিদের উয়েফা জয়

real-madrid-joy-marseille-2025
ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬ মৌসুমের গ্রুপ পর্বে সান্তিয়াগো বার্নাব্যুতে এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে অলিম্পিক মার্শেইকে হারিয়েছে। ম্যাচের নায়ক ছিলেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, যিনি দুটি পেনাল্টি থেকে গোল করে দলের জন্য গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করেন।

ম্যাচের শুরুতে রিয়াল পিছিয়ে পড়ে। ২২ মিনিটে আর্দা গুলেরের ভুল পাস কেটে মার্শেইয়ের ফরোয়ার্ড টিমোথি উইয়া গোল করে দলকে এগিয়ে নেন। তবে ২৯ মিনিটে রদ্রিগোকে ফাউল করার ফলে মার্শেইকে দেওয়া পেনাল্টি থেকে এমবাপ্পে সমতা ফিরিয়ে আনেন।

প্রথমার্ধে মার্শেই গোলরক্ষক জেরোনিমো রুলির অসাধারণ সেভে রিয়ালের একাধিক আক্রমণ থামিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে নাটকীয়তা বেড়ে যায়, ৭২ মিনিটে রিয়ালের ডিফেন্ডার দানি কার্ভাহাল সরাসরি লাল কার্ড পান এবং দল ১০ জনে পড়ে।

তবুও রিয়াল পিছিয়ে যায়নি। ৮৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত দৌড়ের পর পাসে বল প্রতিপক্ষের হাতে লেগে রিয়াল দ্বিতীয় পেনাল্টি পায়, যা সফলভাবে গোল করে এমবাপ্পে জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ১০ জনে খেলাটা সহজ ছিল না, তবে আমরা বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের আসল স্পিরিট দেখিয়েছি। এই জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়