বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশে এআই-সক্ষম কম্পিউটার: গিগাবাইটের নতুন মডেল বাজারে

gigabyte-ai-pc-bangladesh
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সমর্থনকারী নতুন কম্পিউটার এনেছে গিগাবাইট। ‘গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি’ মডেলটি ইন্টেল কোর আলট্রা ৯ ২৮৫ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৯০ গ্রাফিক্স কার্ডের সঙ্গে আসে, যা বিভিন্ন এআই মডেল সহজে চালাতে সক্ষম। কম্পিউটারটির দাম ধরা হয়েছে ৬ লাখ ৫০ হাজার টাকা।

উইন্ডোজ ১১ প্রো অপারেটিং সিস্টেমে চলা এই পিসিতে রয়েছে ১২৮ গিগাবাইট ডিডিআর৫ র‍্যাম ও ২ টেরাবাইট স্টোরেজ, যা একসাথে একাধিক কাজ করার সুবিধা দেয়। গিগাবাইট এআই টপ ইউটিলিটি সফটওয়্যারযুক্ত এই কম্পিউটারটি ৭০টির বেশি ওপেন সোর্স এলএলএম মডেল সমর্থন করে।

৩৬০ মিলিমিটার লিকুইড কুলারের কারণে দীর্ঘ সময় ব্যবহার করলেও যন্ত্রাংশ গরম হয় না। গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান জানিয়েছেন, এআই-নির্ভর সব কাজ কম্পিউটারের অভ্যন্তরে সম্পাদনের কারণে ব্যবহারকারীদের তথ্য নিরাপদ থাকে। গবেষণা, শিক্ষা এবং সফটওয়্যার তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়