বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার – তারেক রহমান

তারেক রহমান সংবর্ধনা
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বলেছেন, “সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। প্রথমেই মহান রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করছি। তাঁর দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।”

বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তব্যের শুরুতে তিনি এই কথা বলেন। এর আগে বিমানবন্দর থেকে তিনি মাতৃভূমির মাটিতে পা স্পর্শ করে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন এবং বাংলাদেশ লেখা লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে করে সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে রওনা দেন।

বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর তিনি নেতাদের সঙ্গে আলিঙ্গন ও কুশল বিনিময় করেন।

তারেক রহমান বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-যুব সমাজসহ সর্বস্তরের মানুষ দল-মত নির্বিশেষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। আমাদের তরুণরা দেখিয়েছে স্বাধীনতার জন্য কীভাবে আন্দোলন করতে হয়। ৭১ ও ২৪-এর আগস্টে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়