
ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে খাদ্য মজুদ পর্যাপ্ত রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে ১৬ লাখ টন চাল এবং এক লাখ টন গম মজুদ রয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, দেশে বর্তমানে ১৬ লাখ টন চাল এবং এক লাখ টন গম মজুদ রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারিতে যাওয়ার সময় মজুদ আরও বাড়ানো হবে, যাতে নির্ধারিত চাহিদার চেয়ে কম না থাকে।
শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে ওএমএস কর্মসূচি নিয়ে আয়োজিত বৈঠকে তিনি বলেন, বিদায় নেওয়ার সময়ও দায়িত্বশীলভাবে কাজ করা হবে। চলতি সময়ে আমেরিকা ও রাশিয়া থেকে নতুন গম আসছে, আর বাজারে অবৈধ মজুদ থাকলে প্রশাসন তা ধরতে সর্বোচ্চ সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, বর্তমানে ৫৫ লাখ পরিবার চাল পাচ্ছে, যা ছয় মাস চলবে। ভবিষ্যতে এই সুবিধা আরও বাড়ানোর চেষ্টা করা হবে। চলতি বোরো মৌসুমে ভালো ফলন আশা করা হচ্ছে, এবং প্রাকৃতিক বিপর্যয় না হলে খাদ্য মজুদ সুরক্ষিত রাখা সম্ভব হবে। এতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং জনগণের দৈনন্দিন চাহিদা নির্বিঘ্নভাবে পূরণ হবে।