শুক্রবার- ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বেপরোয়া গতিতে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন বীর মুক্তিযোদ্ধা

atowari-road-accident-veteran-death
ছবি সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ট্রাক্টরের চাপায় বীর মুক্তিযোদ্ধা চিকন লাল বর্মণ (৭০) নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামোর ইউনিয়নের শিকটিহারি বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি ধামোর ইউনিয়নের লতিঝাড়ি কনপাড়া গ্রামের মৃত হরিপ্রসাদের পুত্র।

প্রত্যক্ষদর্শী রণজিৎ কুমার রায়ের তথ্য অনুযায়ী, বিকেলে আটোয়ারী উপজেলার তোড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের সঙ্গে ট্রাক্টরে বাড়ি ফিরছিলেন ২০–২৫ জন। শিকটিহারি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে চিকন লালের মোটরসাইকেল ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন এবং আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চালক দুর্ঘটনার পর পালিয়ে গেলে পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়