
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের ফরহাদ হোসেন ও সুমন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের গ্রামবাসীরা সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম জানান, জমি বিরোধকে কেন্দ্র করেই সংঘর্ষ ঘটেছে। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজটি পড়েছেন : ৫০