বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্গোৎসবে টানা ছুটি: ঢাকা–কক্সবাজার ও চট্টগ্রাম রুটে বিশেষ ট্রেন চালু

durgapuja-bisesh-train-2024
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা চার দিন অফিস–আদালত বন্ধ থাকবে। লম্বা এই ছুটিতে যাত্রীদের ভ্রমণ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ঢাকা–কক্সবাজার ও চট্টগ্রাম–ঢাকা রুটে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশেষ ট্রেনগুলো চলাচল করবে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ছেড়ে আসবে ‘ঢাকা স্পেশাল’। দুপুর পৌনে ৩টায় যাত্রা শুরু করা ট্রেনটি রাত ৮টায় ঢাকায় পৌঁছবে। আর ৪ অক্টোবর রাত সাড়ে ১০টায় ঢাকায় থেকে ছাড়বে চট্টগ্রাম স্পেশাল।

এ ছাড়া একই সময়ে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন চলবে ঢাকা–কক্সবাজার রুটে। ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে ছাড়বে এই ট্রেন, যা সকাল ৬টা ৫০ মিনিটে পৌঁছবে কক্সবাজারে। ফিরতি পথে প্রতিদিন সকাল ১১টা ৩০ মিনিটে ছাড়বে কক্সবাজার থেকে। এই সেবা ৪ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে ৮৩৪ জন ও রাতে ৭৮৯ জন যাত্রী বসার সুযোগ পাবেন। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত আন্তনগর ট্রেনের মতোই।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান জানান, দুর্গোৎসব ও টানা ছুটিতে কক্সবাজারমুখী পর্যটকদের চাপ বেড়ে যায়। যাত্রীদের বাড়তি চাহিদা সামাল দিতে ও নিরাপদ–স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে এসব বিশেষ ট্রেন চালানো হচ্ছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়