
মালিবাগের –এ শম্পা জুয়েলার্স নামের দোকান থেকে বুধবার রাত ৩টার দিকে চোর চক্র ৫০০ ভরি স্বর্ণ ও ৪০ হাজার টাকা লুট করেছে। পুলিশ ও সিআইডি সদস্যরা বৃহস্পতিবার প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে দোকানের শাটারের তালা কেটে প্রবেশ করেছে। দোকানের মালিক দাবি করেছেন, দোকানে ৪০০ ভরি সাজানো স্বর্ণ এবং ১০০ ভরির বন্ধকী স্বর্ণ ছিল, যা সবই লুট হয়ে গেছে।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানিয়েছেন, পুলিশ তদন্ত করছে এবং সিসি ফুটেজ পর্যালোচনা করে চোর চক্র শনাক্তের চেষ্টা করছে। এর আগে গত রোববার রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণ ও নগদ লুটের ঘটনা ঘটেছিল।
নিউজটি পড়েছেন : ৫৯