
স্বাস্থ্যখাতে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা পুলিশের ডিবি মিঠুকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে। দুদক তার বিরুদ্ধে ৭৫ কোটি ৮৫ লাখ টাকার অবৈধ সম্পদ মামলার অনুমোদন দিয়েছে।
ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে এবং আজই তাকে দুদকে হস্তান্তর করা হবে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, মিঠু সিন্ডিকেটের মাধ্যমে স্বাস্থ্যখাতে বিপুল অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন প্রতিষ্ঠান মালিকানার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানে লেক্সিকোন মার্চেন্ডাইস ও টেকনোক্রেট প্রতিষ্ঠানসহ তার স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকা অস্বাভাবিকভাবে অর্জিত হয়েছে। পারিবারিক ব্যয়সহ মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় ১৪৭ কোটি ৩০ লাখ টাকায়।
মিঠুর বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ থাকা ও পানামা পেপারসের নাম ওঠার প্রেক্ষিতে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে।