
“শহীদ আবরারের অপরাধ ছিলো, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলো”— ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধিপত্যবিরোধী দিবস সেমিনারে এমন মন্তব্য করেছেন মাহমুদুর রহমান। তিনি বলেন, আবরারের শাহাদাত দেশের তরুণদের কাছে প্রেরণার উৎস হয়ে উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদের স্মরণে ‘আধিপত্যবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে তার শাহাদাতের প্রভাব তরুণ প্রজন্মকে জাগ্রত করার বিষয়ে মন্তব্য করেছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, আবরারের অপরাধ ছিলো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তোলা, যা দেশের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছে।
অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ আবরারের পিতা মো. বরকত উল্লাহ, প্রধান অতিথি ছিলেন মাহমুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন কাদের চৌধুরী, রেজাউল করিম রনি, ড. মোহাম্মদ আব্দুর রব, ইলিয়াস সিদ্দিক ইসলাম, আবরার ফাইয়াজসহ অনেকে। সভা সভাপতিত্ব করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
সাদিক কায়েম বলেন, আবরার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। অনুষ্ঠানে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ তার ভাইয়ের সাহস ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে তুলে ধরেন। আবরার ফাহাদ চিত্র প্রদর্শনের মাধ্যমে তার স্মৃতিচারণ করেন।