
গাজার চলমান ইসরাইলি আগ্রাসনের প্রেক্ষাপটে, ইসরাইল সমর্থনকারী চিঠিতে সই করায় ম্যানেজার ডেভিড লেভিকে বিদায় দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ পপ-তারকা দুয়া লিপা।
ব্রিটিশ-আলবেনীয় পপ তারকা দুয়া লিপা গাজায় ইসরাইলের গণহত্যামূলক হামলায় পরোক্ষ সমর্থনের দায়ে নিজের ম্যানেজার ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন। সোমবার ব্রিটিশ দৈনিক দ্য মেইল-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু নিউজ ও আল জাজিরা।
গ্ল্যাস্টনবারি ফেস্টিভালে আইরিশ ব্যান্ড নিক্যাপকে নিষিদ্ধ করার দাবিতে সংগীতশিল্পীদের পক্ষ থেকে লেখা এক চিঠিতে লেভি সই করেন। ওই ব্যান্ডের বিরুদ্ধে হিজবুল্লাহ ও হামাসকে সমর্থনের অভিযোগ থাকলেও তারা তা অস্বীকার করেছে। চিঠিটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা হয় এবং নিক্যাপ কোনো বাধা ছাড়াই ফেস্টিভালে গান পরিবেশন করে।
লিপার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এই তারকার দৃষ্টিভঙ্গির সঙ্গে ম্যানেজারের অবস্থানের বিস্তর পার্থক্য রয়েছে। দুয়া মনে করেন, লেভি ইসরাইলের আগ্রাসনকে সমর্থন করেছেন, যা তার অবস্থানের পরিপন্থী। এ কারণেই চাকরি হারিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো লিপার এই সিদ্ধান্তকে তার অবস্থানের সর্বশেষ প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।