
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির তারিখ চূড়ান্ত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপির অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত এ চলচ্চিত্র।
বেশ কয়েকবার মুক্তির তারিখ নির্ধারণ হলেও শেষ মুহূর্তে আটকে যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপির সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। অবশেষে আগামী ১৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী।
তিনি জানান, নানা কারণে মুক্তির তারিখ পরিবর্তন করতে হলেও এবার আর সিদ্ধান্ত বদল হবে না। পপিকে অপেক্ষায় না রেখে মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তবে আড়ালে থাকা এ নায়িকার সঙ্গে বর্তমানে তার কোনো যোগাযোগ নেই।
পপির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চলচ্চিত্রে ফেরার পরিকল্পনা আপাতত নেই তার। বরং স্বামী-সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। প্রযোজনায় আসার ইঙ্গিত দিলেও তা সময়সাপেক্ষ।
সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে পপিকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। তার সঙ্গে অভিনয় করেছেন আমিন খান, মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি ও শিরিন শিলা। আনন্দবাজার মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ছবিটির শুটিং শুরু হয়েছিল ২০১৮ সালে।