
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্রামে থাকা একজন মানুষের প্রতি মিনিটে গড়ে ২০০ মিলিলিটার অক্সিজেন প্রয়োজন। আজ বিশ্ব অক্সিজেন দিবসে বিশেষজ্ঞরা দেশে বাড়িতে অক্সিজেন থেরাপির প্রয়োজনীয়তা আরও বাড়ানোর পরামর্শ দিচ্ছেন।
আজ ২ অক্টোবর বিশ্ব অক্সিজেন দিবস পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘সবার জন্য অক্সিজেন’। অক্সিজেন জীবনদায়ী ওষুধ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবেচনা করে, যার কোনো বিকল্প নেই। বিশ্রামে থাকা একজন মানুষের প্রতি মিনিটে গড়ে ২০০ মিলিলিটার অক্সিজেনের প্রয়োজন, যা প্রধানত মস্তিষ্কে যায়।
করোনা মহামারির সময় দেশে অক্সিজেনের চাহিদা আড়াই থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছিল। তখন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সরবরাহ নিশ্চিত করতে ১২০টি কেন্দ্রীয় অক্সিজেন লাইন চালু করা হয় এবং প্রায় ৩০ হাজার সিলিন্ডারের ব্যবস্থা করা হয়। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান জানিয়েছেন, দেশের কোনো হাসপাতালে অক্সিজেনের সংকট নেই।
বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্র রোগে ভোগা বয়স্ক ও নবজাতকের জীবনমান উন্নয়নে বাড়িতে অক্সিজেন থেরাপি প্রয়োজন। আইসিডিডিআরবি এ বছরের অক্সিজেন দিবসে এ নতুন পথে যাত্রা শুরুর পরামর্শ দিয়েছে।