
ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের অধিকারকর্মীদের ইসরায়েল আটকের পর উচ্চ-নিরাপত্তার কেটজিওট কারাগারে রাখতে পারে। এই কারাগার কঠোর ব্যবস্থার জন্য পরিচিত।
বৃহস্পতিবার (২ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের ইসরায়েলি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমর শাটজ বলেছেন, ৫০০ কর্মীকে দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগারে রাখা হতে পারে। সাধারণত এই কারাগারে অভিবাসন বন্দীদের রাখা হয়, তবে শতাধিক কর্মী সামলানো ইসরায়েলের জন্য লজিস্টিকভাবে চ্যালেঞ্জিং।
শ্যাটজ আরও বলেন, কেটজিওট কারাগারের কঠোর শর্তের কারণে কর্মীদের সেখানে রাখা হলে তা বিশেষ নজরদারি হবে। ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভি জানিয়েছেন, ফ্লোটিলা অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় আটকে রাখা উচিত।
ইসরায়েলি মানবাধিকার সংস্থা আদালাহ উল্লেখ করেছে, পূর্ববর্তী ফ্লোটিলা মিশনের তুলনায় এবার আরও কঠোর আচরণ করা হতে পারে, যা উদ্বেগের বিষয়।