
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতে এক ইসরায়েলি সেনা ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমরা এই তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক ও সামরিক বিশ্লেষকরা এটিকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। নিহত সেনা নাহাল ব্রিগেডের সদস্য ছিলেন এবং সন্ধ্যায় একটি জটিল গোলাগুলির সময় এই ঘটনা ঘটেছে।
একই দিনে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা সিটির দক্ষিণে তাল আল-হাওয়া এলাকায় আল-ইয়াসিন-১০৫ আরপিজি ব্যবহার করে দুটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে আঘাত হেনেছে। হামলায় ট্যাঙ্কের আরোহীরা আহত বা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
এর আগেও ইসরায়েলি সেনারা গাজায় দুইজন সেনার মৃত্যুর খবর স্বীকার করেছে। এছাড়াও গাজা সিটিতে প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে গুরুতর আহত আরও একজন সেনা পরে মারা গেছেন।
নিউজটি পড়েছেন : ৫২