বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাশিয়া থেকে মিগ-২৯এস সংগ্রহ, ইরান জোরদার করছে আকাশ প্রতিরক্ষা

iran-warplanes-shiraz-mig29
ছবি: সংগৃহীত

ইরান তার বিমান প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে রাশিয়া থেকে নতুন ধরনের যুদ্ধবিমান সংগ্রহ করছে। এর অংশ হিসেবে, রাশিয়ার মিগ-২৯এস যুদ্ধবিমান ইরানে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবোলফাজল জোহরেভান্দ।

স্থানীয় সময় মঙ্গলবার, ইরানি সংবাদমাধ্যম দিদবান-এর মাধ্যমে রাশিয়ার বার্তা সংস্থা তাস এই খবর প্রকাশ করেছে। জোহরেভান্দ জানান, নতুন যুদ্ধবিমানগুলো বর্তমানে ইরানের শিরাজ ঘাঁটিতে অবস্থান করছে। তিনি মিগ-২৯এসকে ‘স্বল্পমেয়াদি সমাধান’ হিসেবে উল্লেখ করে বলেন, তেহরান বর্তমানে আরও উন্নত রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার অপেক্ষায় রয়েছে।

ইরানের সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে শুধু যুদ্ধবিমান নয়, দেশটি রাশিয়ার এস-৪০০ এবং চীনের এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের প্রক্রিয়াও শুরু করেছে। জোহরেভান্দ জানিয়েছেন, এসব বিষয়ে যাবতীয় প্রস্তুতি ও কার্যক্রম প্রক্রিয়াধীন।

এদিকে, এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সংবাদ বিশ্লেষকরা মনে করছেন, ইরান ধীরে ধীরে বড় সামরিক পদক্ষেপের দিকে এগোচ্ছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়