
নেপালে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীদের মৃত্যু, রাজনৈতিক দুর্নীতি ও সামাজিকমাধ্যম বন্ধের প্রতিবাদে সহিংস আন্দোলন দেখা দিয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরই বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনসহ বিভিন্ন স্থানে আগুন ও ভাঙচুর চালিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবার বাড়িতে প্রবেশ করে শত শত বিক্ষোভকারী তাকে এবং তার স্ত্রীকে মারধর করেন। আহত অবস্থায় শের বাহাদুরকে ঘাসের ওপর বসে থাকতে দেখা যায়, এবং পাশে ছিলেন সেনা সদস্যরা। পরে বিক্ষোভকারীদের হাত থেকে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
গত সোমবার নিরাপত্তাবাহিনীর গুলিতে ১৯ জন বিক্ষোভকারী নিহত হন, যারা মূলত স্কুল ও কলেজের ছাত্র ছিলেন। এই ঘটনার পর সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের মাত্রা বেড়ে যায়। কারফিউ থাকা সত্ত্বেও মঙ্গলবার সকালে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর সেনাপ্রধান সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীকে সরে যেতে পরামর্শ দেন, এবং কেপি শর্মা তা মেনে পদত্যাগ করেন। খবর পাওয়া যাচ্ছে, তিনি দেশ ত্যাগ করে দুবাইতে চলে যেতে পারেন।