বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি সিলিন্ডার গ্যাস বণ্টনে দুদকের প্রাথমিক তদন্তে লুটপাটের প্রমাণ

dudok-investigation-gas-cylinder-scam
সংগৃহীত ছবি

সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রিতে শত কোটি টাকার লুটপাটের সত্য়তা খুজে পেয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। যানা যায় এই সংস্থাটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিরুদ্ধে বছরে শত কোটি টাকার লুটপাটের অভিযোগের অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ বিষয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রচার করেছিল যমুনা টেলিভিশন। এখন এই প্রাথমিক তথ্য যাচাই করে এর পূর্ণাঙ্গ সত্যতার তদন্ত করবে এবং প্রয়োজনীয় আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগেও, চলতি বছরের ৬ মে সিলিন্ডারজাত সরকারি এলপি গ্যাস বিক্রয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বিপিসি কার্যালয়ে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন।এখনো পর্যন্ত সেই অভিযানের অনিয়ম ও গাফিলতির প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন দুদক।

বছরে প্রায় ১৪ লাখ সরকারি সিলিন্ডার বিক্রি করা হলেও গ্রাহকরা  সিলিন্ডার হাতে পায়নি। চুরি করে এই সিলিন্ডারগুলো বিক্রি হতো। গ্যাস সিলিন্ডার সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা ও যমুনা ওয়েল কোম্পানির কর্মকর্তারা এ বিষয়ে সঠিক কোনো উওর তারা এখনো দিতে পারেনি। দুর্নীতিকে লুকিয়ে রাখতেই বিপিসির কর্মকর্তারা সরকারি সিলিন্ডারের প্রচারণা সচেতনভাবে এড়িয়ে যেতেন। এটি সর্ম্পূণই পরিকল্পিত কাজ।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়