বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাষাসৈনিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ahmad-rafiq-mrityu
ছবি সংগৃহীত

ভাষা আন্দোলনের অগ্রগণ্য সাক্ষী আহমদ রফিকের প্রয়াণে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি আহমদ রফিককে ভাষা আন্দোলনের অগ্রগণ্য সাক্ষী ও সংগ্রামী কণ্ঠস্বর হিসেবে স্মরণ করেন। একই সঙ্গে রফিককে একজন অনন্য কবি, প্রাবন্ধিক, গবেষক ও রবীন্দ্রচর্চার দিশারি উল্লেখ করেছেন। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন।

ড. ইউনূস বলেন, দৃষ্টিশক্তি ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শেষ দিন পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। আহমদ রফিকের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে, এবং জাতি কৃতজ্ঞচিত্তে তাঁকে স্মরণ করবে।

সূত্রঃ বাসস 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়