
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ রাখা হয়নি। ভবিষ্যতে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে এই বিষয়ে সুপারিশ প্রদান করবে কমিশন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ে গঠিত ৬টি সংস্কার কমিশন (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ) তাদের প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করেছে।
ঐকমত্য কমিশন প্রথম পর্বে ৩৩টি এবং দ্বিতীয় পর্বে ৩০টি দলের সঙ্গে আলোচনা করেছে। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুই পর্বের আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামী শুক্রবার (১৭ অক্টোবর) সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রায় ৩ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সনদে সইয়ের জন্য ৩০টি রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ জানানো হলেও, সব দল শেষ পর্যন্ত সই করবে কি না তা এখনও নিশ্চিত নয়।
কমিশন সূত্র জানিয়েছে, সনদের বিষয়ে আর রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে না। ১১ সেপ্টেম্বর পাঠানো খসড়া মূলত চূড়ান্ত আকারে পাঠানো হচ্ছে, যেখানে মূল বিষয়বস্তুর কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র ভাষাগত সংশোধন আছে।
জুলাই জাতীয় সনদ তিনটি ভাগে বিভক্ত: প্রথম ভাগে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে ৭ দফা অঙ্গীকারনামা।