
“নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না”— রাজধানীতে এক অনুষ্ঠানে মন্তব্য করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, ভোট পেছানোর অপচেষ্টার পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও চলছে।
আসন্ন নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, যারা আগে ডিসেম্বর বা ভিন্ন সময়ে ভোটের দাবি তুলেছিলেন, তাদের অনেকেই এখন নির্বাচন চান না বরং ভোট পেছানোর চেষ্টা করছেন। একই সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেকের ‘মাথা নষ্ট’ হয়ে গেছে। নির্বাচন বানচালের অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকার উপদেষ্টা।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন আসিফ মাহমুদ।