বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অনলাইন রিটার্ন জমা ২০ লাখ ছাড়িয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসাবে এই চিত্র উঠে এসেছে। অনলাইনে আয়কর রিটার্ন জমা ২০ লাখ ছাড়িয়ে গেছে।

গত ৪ আগস্ট অনলাইনে রিটার্ন জমার কার্যক্রম উদ্বোধন করা হয়। এক দফা সময় বাড়ানোর পর আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে আজ। ব্যতিক্রম কিছু ছাড়া সবার অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআর জানিয়েছেই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে কাগজের রিটার্ন দাখিল করতে পারবেন।

 

 

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়