বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে লন্ডনে বৈঠক ট্রেসি-তারেকের

tresi-jackson-london-sofar
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্রেসি অ্যান জ্যাকবসন তিন মাসের কম সময়ের মধ্যে আবারও লন্ডন সফরে গিয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্র জানিয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এর আগে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ট্রেসি অ্যান জ্যাকবসন তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠক করেছেন। ওই বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সরকার গঠন ও বিএনপির ভাবনা ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়া নির্বাচনে জয়ী হলে বিএনপি কেমন দেশ গড়তে চায় এবং নির্বাচন কমিশনের রূপরেখা নিয়ে তাদের মতামতএসব বিষয়ও আলোচনায় উঠে আসে বলে তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর জানান।

এর আগেও নির্বাচনের পূর্বপ্রস্তুতি ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে লন্ডনে তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকের পরই অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়