
নেজুয়েলার বিপক্ষে সহজ জয় তুলে আর্জেন্টিনা জাতীয় দল আবার অনুশীলনে ফিরে এসেছে। আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে তারা ইকুয়েডরের মুখোমুখি হবে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলে কিছু পরিবর্তন আনা হয়েছে।
অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রামে রাখা হয়েছে, আর ক্রিস্টিয়ান রোমেরো হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞায় থাকায় খেলতে পারছেন না। এই দুই মূল খেলোয়াড়ের অনুপস্থিতিতে কোচ লিওনেল স্ক্যালোনি বেঞ্চ শক্তি যাচাই করতে পারবেন।
রোমেরোর জায়গায় খেলতে পারেন লিওনার্দো বালেরদি, যিনি মার্শেইয়ের হয়ে দারুণ ফর্মে আছেন। লাউতারো মার্টিনেজ একাদশে ফিরে আসছেন, যিনি ভেনেজুয়েলার বিপক্ষে বদলি হিসেবে নেমেই গোল করেছিলেন। আক্রমণে তার সঙ্গে থাকবেন হুলিয়ান আলভারেজ বা একক স্ট্রাইকারের উপর ভরসা করা হতে পারে।
নতুন মৌসুমে ভালো ফর্মে থাকা নিকোলাস গঞ্জালেসও শুরুর একাদশে সুযোগ পেতে পারেন। লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার দেরিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং চোট থেকে ফেরায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলেননি, তবে ইকুয়েডরের বিপক্ষে তাকে দেখা যেতে পারে। তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো নিকোলাস পাজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও মেসি না থাকায় শুরুর একাদশে নাও থাকতে পারেন।