শুক্রবার- ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সেন্টমার্টিন থেকে হাতিয়া, স্থবির প্রকল্পে হতাশা পর্যটন খাতের

bangladesh-parjoton-khat-somvabona-challenge
ছবি সংগৃহীত

অপার সম্ভাবনার পর্যটন খাত সমন্বয়হীনতা, অবকাঠামোগত দুর্বলতা ও নিরাপত্তাহীনতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো পর্যটনে সাফল্য পেলেও বিশ্ব অর্থনৈতিক ফোরামের সূচকে তলানিতে অবস্থান করছে দেশটি।

বাংলাদেশে পর্যটন খাতের অপার সম্ভাবনা থাকলেও সমন্বয়হীনতা, অবকাঠামোগত দুর্বলতা, অপর্যাপ্ত বিনিয়োগ ও নিরাপত্তাহীনতায় এ খাত পিছিয়ে পড়ছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, সুন্দরবন ও পার্বত্য অঞ্চলসহ সমৃদ্ধ পর্যটন সম্পদ থাকা সত্ত্বেও বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২২ সালের সূচকে ১১৯ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন।

২০১৯ সালে নেওয়া ট্যুরিজম মাস্টারপ্ল্যান কচ্ছপগতিতে এগোচ্ছে। জনপ্রিয় পর্যটন এলাকায় হামলা, চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা পর্যটকদের আস্থা নষ্ট করছে। এ কারণে বিদেশি পর্যটকও দ্রুত কমছে। অনেক দেশ বাংলাদেশ ভ্রমণে ভ্রমণ সতর্কতা জারি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ই-ভিসা চালু, অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক প্রচেষ্টা নিতে হবে। সরকারের হোটেল-মোটেল লোকসানে চললেও বেসরকারি খাতে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে।

আজ বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘ ঘোষিত এ বছরের প্রতিপাদ্য— “টেকসই উন্নয়নে পর্যটন”।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়