শুক্রবার- ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নগদ লেনদেনে ১ ও ২ টাকার মুদ্রা ব্যবহার বাধ্যতামূলক

1-2-takar-mudra-bangladesh-bank-sotorkota
ছবি সংগৃহীত

দেশের কিছু এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেন এড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এগুলো বৈধ এবং নগদ লেনদেনে ব্যবহার বাধ্যতামূলক।

বাংলাদেশ ব্যাংক সতর্ক করেছে, ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে ব্যবহার এড়ানো আইন লঙ্ঘন। সম্প্রতি দেশের কিছু এলাকায় এই মুদ্রাগুলো ব্যবহার করতে অনীহা প্রকাশ করা হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাগজী নোটের পাশাপাশি সব ধাতব মুদ্রা বৈধ। তাই নগদ লেনদেনে ব্যবহার করার জন্য সর্বসাধারণকে এগুলো গ্রহণ ও ব্যবহার করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ধাতব মুদ্রা এড়িয়ে চলা শুধু আইন লঙ্ঘন নয়, তা লেনদেনের স্বাভাবিকতা ও অর্থনীতির জন্যও প্রভাব ফেলে। বাংলাদেশ ব্যাংক জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সর্বনিম্ন মূল্যমানের মুদ্রাগুলো গ্রহণে উৎসাহিত করছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়