বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামী ব্যাংকের পেজ হ্যাকারদের নিয়ন্ত্রণে, সাইবার হামলার হুমকি

islami-bank-hack
ছবি সংগৃহীত

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ভবিষ্যৎ রক্ষা ও পুনর্বিবেচনার দাবিতে ‘টিম এমএস 470 এক্স’ হ্যাকাররা ব্যাংকের ফেসবুক পেজে নিয়ন্ত্রণ নেয়, ব্যাংকের সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শুক্রবার ভোরে হ্যাকারদের আক্রমণের মুখে পড়ে। ‘টিম এমএস 470 এক্স’ নামের হ্যাকার গ্রুপ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করে প্রোফাইল ছবি ও কভার ফটো পরিবর্তন এবং একাধিক বার্তা পোস্ট করে। তারা অভিযোগ করেছে, ব্যাংকের অন্যায় ও অনৈতিক আচরণে ক্ষুব্ধ হয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শিগগিরই ওয়েবসাইটেও নতুন সাইবার হামলা চালানো হবে।

হ্যাকাররা বিশেষ করে চাকরিচ্যুত ও ওএসডি করা কর্মকর্তাদের পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। ব্যাংকের দাবি—২০১৭ সালের নিয়োগগুলো প্রশ্নবিদ্ধ এবং অনিয়মের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তবে অনেক কর্মকর্তার অভিযোগ, সিদ্ধান্ত অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জানান, পেজ উদ্ধারে আইটি টিম কাজ করছে। ঘটনার কিছুক্ষণ পরেই পেজটি অপ্রাপ্য হয়ে যায়। এ ঘটনায় গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়